Tips er Dokan

প্রকাশিত:
১৫ জানুয়ারি ২০২৫

☑ ইউটিউব চ্যানেল ভেরিফাইড ব্যাজ পাওয়ার নিয়ম কি? ও কি কি প্রয়োজন? | Apply for verified badge.

How to Apply for a verified badge on YouTube

I am going to present in this particular video How to Get Verified on YouTube, How to Get Verification Badge on YouTube in 2023, and Appy for verification badges. If you are interested to learn more about additional unique topics Just stay with us by subscribing to the channel.

 / Maksudq8

♥ Change Together!!

আসসালামু আলাইকুম!!
বর্তমানের এই পোষ্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের ভেরিফাইড ব্যাজের জন্য অ্যাপ্লাই করবেন? ইউটিউব আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে যে, আপনি আসেন আমরা আপনার ইউটিউব চ্যানেলে ভেরিফাইড ব্যাজ প্রোভাইড করব কিন্তু সে ক্ষেত্রে (আমাদের) ইউটিউব কর্তৃপক্ষ থেকে অনেকগুলো শর্তাবলী প্রদান করা আছে যদি আপনার চ্যানেল টি সেইসব শর্তাবলী সঠিক নিয়ম অনুযায়ী পুরন করে থাকে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে, আপনার ইউটিউব চ্যানেলের ভেরিফাইড ব্যাজটি পেয়ে যাবেন। মনে রাখবেন আপনার চ্যানেলের জন্য একটি ভেরিফাইড ব্যাজ আমরা বরাদ্দ করে রেখেছি। যাইহোক, পোষ্টটি মনোযোগ সহকারে পড়বেন আর বুঝতে চেষ্টা করবেন। বুঝতে যদি কোথাও কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই এই পোষ্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন! তারপরও যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে উপরের দেয়া ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিবেন। আমি শতভাগ নিশ্চিত একবার যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে পুরো প্রসেসটি জেনে যাবেন এবং সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবেন। কারণ, সেই ভিডিওটিতে আমি প্র্যাকটিকালি দেখিয়ে দিয়েছি কিভাবে কি করতে হবে।

ভেরিফিকেশন ব্যাজ কি?

সহজ ভাষায় যদি বলি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন তাহলে অবশ্যই কোন না কোন ইউটিউব চ্যানেলের মেইন পেইজে দেখেছেন চ্যানেল নামের সাথে ছোট্ট একটি টিক চিহ্ন দেয়া আছে ✅ ঠিক এমন ধরনের কিন্তু কালার টা হচ্ছে গ্রে কালার সেটাই হচ্ছে ভেরিফাইড ব্যাজ। আর যদি না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিতে  / Maksudq8 একটি ক্লিক করে ভিজিট করে দেখে আসতে পারেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে নিবেন কিন্তু 😁

নিয়মাবলী

  1. ন্যূনতম একলক্ষ সাবস্ক্রাইবার আপনার ইউটিউব চ্যানেলটিতে থাকা অত্যন্ত জরুরি।
  2. Unique Channel Name – আপনার চ্যানেলের নামের হুবহু একই নামে যদি অন্য একটি চ্যানেল ভেরিফাইড ব্যাজ পেয়ে থাকে তাহলে আপনার চ্যানেল টি ভেরিফাইড ব্যাজ পাবে না।
  3. আপনার ইউটিউব চ্যানেলটিতে যতগুলি ভিডিও পাবলিস্ট করেছেন সবকটা ভিডিও নিজের (Own Content) হওয়া লাগবে কপিরাইট ফ্রি or Reused Content হলে হবে না। 
  4. আপনার ইউটিউব চ্যানেলটি পাবলিক কিনা নাকি হাইড করে রেখেছেন? যদি হাইড করা থাকে তাহলে ভেরিফাইড ব্যাজ পাবেন না।
  5. আপনার ইউটিউব চ্যানেলটিতে ব্যানার, হাই কোয়ালিটি প্রোফাইল লোগো এবং ডিস্ক্রিপশন আছে কিনা? 
  6. আপনার চ্যানেলটি কাস্টমাইজ এবং ব্র্যান্ডিং করা আছে কিনা? যদি করা থাকে তাহলে তো খুব সুন্দর আর যদি করা না থাকে তাহলে একটু কষ্ট করে কাস্টমাইজ করে নিবেন বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিয়েছি।

কাস্টমাইজ এবং ব্র্যান্ডিং কিভাবে করবেন?

প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে ইউটিউব পেজটিতে গিয়ে কনফার্ম হয়ে নিবেন যে আপনার ইউটিউব চ্যানেলটি যে জিমেইল আইডি দিয়ে ক্রিয়েট করেছিলেন সেই জিমেইল আইডিতে লগইন করা আছে কিনা? যদি না থাকে তাহলে কাঙ্খিত জিমেইল আইডি দিয়ে লগিন করে নিবেন। তারপরে প্রোফাইল পিকচারটিতে ক্লিক করে/ ইউর চ্যানেলে ক্লিক করবেন/ তারপরে কাস্টমাইজ এ ক্লিক করবেন তারপরে Layout অপশনটিকে সিলেক্ট করে রেখে কিছু ভিডিও অ্যান্ড প্লেলিস্ট অ্যাড করে একটু কাস্টোমাইজ করে নিবেন। তারপরে ব্যান্ডে ক্লিক করে স্ক্রল করে একটু নিচের দিকে এসে ওয়াটার মার্ক অপশনটাকে সিলেক্ট করে আপনার পছন্দমত যেকোনো একটি পিএনজি পিকচার আপলোড দিয়ে দিবেন।

কিভাবে অ্যাপ্লাই করবেন?

যখন আপনার সবকিছু ঠিকঠাক থাকবে তখন আপনি অ্যাপ্লাই করতে ভিজিট করবেন এই পেজটিতে https://support.google.com/youtube/answer/3046484?hl=en / তারপরে এপ্লাই নাওতে ক্লিক করবেন এখানে এই ফাঁকা বক্সটিতে দিয়ে দিবেন আপনার চ্যানেল নামটি যেই চ্যানেলটিকে আপনি ভেরিফাই ব্যাজের জন্য এপ্লাই করতে চাচ্ছেন তার নিচের বক্সটিতে দিয়ে দিবেন আপনার চ্যানেল আইডিটি সর্বশেষ সাবমিটে ক্লিক করে দিবেন। এখন শুধু অপেক্ষা করেন কিছু ঘন্টা বা দু এক দিনের মধ্যে নোটিফিকেশন পেয়ে যাবেন ইনশা-আল্লাহ।

উপকারিতা

  1. প্রথমত হচ্ছে এই নামে আর কোন ইউটিউব চ্যানেল ভেরিফিকেশন ব্যাজ পাবে না।
  2. দ্বিতীয়ত হচ্ছে ভেরিফাইড টিক চিহ্ন থাকা আইকনটি ইউটিউব প্লাটফর্মে একটি ট্রাস্টেবল আইকন। একদুম সিনা টান করে চলার মত জাগ্রতা বাড়িয়ে দেয়।
  3. তৃতীয় নাম্বার হচ্ছে কমেন্টস – আপনি যখন একটি ভেরিফাইড চ্যানেল থেকে কোথাও কমেন্টস করবেন তখন আপনার কমেন্টসটি সবার উপরে থাকবে আর নামের সাথে তো একটি টিক চিহ্ন থাকছেই ওয়াও সেই ভাব তাইনা?!
  4. চতুর্থটি হচ্ছে ভিডিও রেংকিং আমি জানি কোথাও লিখা নেই কিন্তু একটি ভেরিফাইড এন্ড নন ভেরিফাইড চ্যানেল থেকে যখন একটি ভিডিও পাবলিস্ট করা হয় সেইম টপিক নিয়ে সাধারণত, পাবলিক ওই ভিডিওটিতেই ক্লিক করবে যে ভিডিওটি একটি ভেরিফাইড চ্যানেল থেকে পাবলিস্ট করা হয়েছে আর যখন সেই ভিডিওটিতে ক্লিক করবে তার মানি সে ভিডিওটি দেখতেছে আর যখন ভিডিওটি দেখবে তো স্বয়ংক্রিয়ভাবে ভিডিওটি পৌঁছে যাবে এটাই স্বাভাবিক।
  5. এন্ড লাস্ট হচ্ছে স্পন্সরশিপ – আপনার চ্যানেলটি যখন ভেরিফাইড ব্যাজ পেয়ে যাবে আর যারা স্পন্সরশিপ দিতে চায় তারা যদি আপনার চ্যানেলটিতে ভিজিট করে যখন দেখবে আপনার চ্যানেলটি সব প্রস্তুত ভেরিফাইড ব্যাজ পেয়ে গেছে তখন তারা আর কোন দ্বিধাবোধ করবে বলে আমার  মনে হয়না।

অপকারিতা

এখনো তো আমার চোখে পরেনি পরলে পরে আপডেট করে দিব।

▼ ▽____________________

Browsing Link 🌐 Verification Badges

▼ ▽____________________ Join us : ▶️ YouTubeFacebookInstagramTwitter 📧 e-Mail 🌐 Website

____________________

Live Chat

Read More

Most Read
Latest
Popular
Scroll to Top