Tips er Dokan

প্রকাশিত:
১৯ জানুয়ারি ২০২৫

ইউটিউব অ্যাডসেন্স পরিবর্তন করুন | How to Change Google AdSense Account on YouTube in Bangla.

ইউটিউবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে পরিবর্তন করবেন

I am going to present in this particular video How to change a Google AdSense account on youtube without loss monetization in Bangla, how to change a youtube AdSense account, Google AdSense Account পরিবর্তন করুন পানির মতো সহজে, Make change your Google AdSense Account for your YouTube or Blog site, In this video, I will make sure practically How to change the associated AdSense account of my YouTube channel without any monetization problem, my self I am Changing a Google AdSense Account for my youtube channel and blog site if you like to change a Google AdSense Account of your channel just follow me and watch the full video to learn how to change a Google AdSense Account. If you are interested to learn more about additional unique topics Just stay with us by subscribing to the channel.

♥ Change Together!!
আসসালামু আলাইকুম!!
বর্তমানের এই পোস্টটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই পোস্টের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব কীভাবে আপনি আপনার মনিটাইজেশন ওর নন-মনিটাইজেশন ইউটিউব চ্যানেলটিতে কানেক্ট করা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে পরিবর্তন করতে চান অন্য যে কোন একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে। এখানে ভয় পাওয়ার মত কিছুই নেই আপনি পরিবর্তন করতে পারেন। তাতে আপনার ইউটিউব চ্যানেল বা মনিটাইজেশনের কোন ক্ষতি হবে না পাক্কা। যাইহোক, পোস্টটি মনোযোগ সহকারে পড়বেন আর বুঝতে চেষ্টা করবেন। বুঝতে যদি কোথাও কোন ধরনের সমস্যা হয় তাহলে অবশ্যই এই পোস্টের নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন! তারপরও যদি আপনার বুঝতে কষ্ট হয় তাহলে উপরের দেয়া ভিডিওটি মনোযোগ সহকারে দেখে নিবেন। আমি শত ভাগ নিশ্চিত একবার যদি আপনি ভিডিওটি দেখেন তাহলে পুরো প্রসেসটি জেনে যাবেন এবং সঠিকভাবে পরিবর্তন করতে পারবেন। কারণ, সেই ভিডিওটি তে আমি বিস্তারিত প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিয়েছি কীভাবে কি করতে হবে।

গ্রাহক কেন তাদের গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট পরিবর্তন করে?

আসলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটি পরিবর্তন করার পেছনে অনেক কারণ থাকে তাদের মাঝ থেকে কিছু পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরছি শুধু মাত্র একটু ধারণা দেয়ার জন্য।

  • প্রথমটি হচ্ছে কেউ কেউ তাদের অ্যান্ড্রয়েড অ্যাপস, ইউটিউব চ্যানেল অথবা ব্লক সাইটটি বিক্রি করে দেয় অন্যের কাছে। সে ক্ষেত্রেও পরিবর্তন করতে হয় অথবা যিনি এই প্রপার্টিগুলি কিনে নিয়েছেন সেও পরিবর্তন করে নিতে চায়।

  • দ্বিতীয়টি হচ্ছে প্রবাসী – অনেকেই আছেন দেশের বাহিরে থেকেও ইউটিউবিং করেন। তিনি যখন নতুন করে তাহার জন্য একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলতে চান ইচ্ছাকৃতভাবে অথবা অনিচ্ছাকৃতভাবে অটোমেটিক্যালি উনি সেই দেশটিকেই সিলেক্ট করে ফেলেন যেই দেশে অবস্থানরত থাকা অবস্থায় গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটি ক্রিয়েট করে ফেলেছেন। এমন অবস্থায় ডেফিনিটলি পরিবর্তন করা নিত্য প্রয়োজন। তাছাড়া আর কোন উপায় নেই কারণ, তিনি তো তাহার আইডেন্টিটি ভেরিফাই করতে পারবেন না।

  • তৃতীয়টি হচ্ছে একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট এর মাঝে যদি অনেকগুলি ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট কানেক্ট করা থাকে তার ভেতর থেকে যেকোনো একটি যদি সাসপেন্ড হয়ে যায় তাহলে একই অ্যাকাউন্টে কানেক্ট করা থাকা বাকি সবগুলিও সাসপেন্ড হয়ে যাবে। অথবা একই গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের আন্ডারে যদি ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইট কানেক্ট করা থাকে যেকোনো কারণবশত যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটি সাসপেন্ড হয়ে যায় তাহলে প্রত্যেকটা ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের মনিটাইজেশন গুলি নিষ্ক্রিয় হয়ে যাবে।

  • চতুর্থটি হচ্ছে আবার কেউ কেউ তাদের জিমেল আইডি অ্যাকাউন্টের পাসওয়ার্ড বা জিমেইল আইডিটিকেই ভুলে যায় সুতরাং ডেফিনেটলি চেঞ্জ করার প্রয়োজন পড়ে ও ইত্যাদি ইত্যাদি।

কতদিন অন্তর অন্তর পরিবর্তন করতে পারবেন?

প্রতি ৩২ (বত্রিশ) দিন পর পর। যেমন, আপনি যদি আজকে পরিবর্তন করেন তাহলে আগামী ৩২ দিনের ভিতরে আর পরিবর্তন করতে পারবেন না। যেদিন ৩২ দিন সম্পূর্ণ হবে তারপর দিন করতে পারেন।

কি হবে যদি আপনার পুরোনো অ্যাডসেন্স অ্যাকাউন্টে টাকা থাকে?

যদি আপনার পুরোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ১০০ ডলারের উপরে বাকি থাকে তাহলে, মাসের 21 তারিখে পরিশোধ করে দিবে। আর যদি অ্যাডসেন্স অ্যাকাউন্টটিতে ১০০ ডলারের কম থাকে তাহলে, সেই টাকাগুলি পাওয়ার জন্য আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটিকে সম্পূর্ণভাবে বন্ধ করা লাগবে। আর পুরোনো অ্যাডসেন্স অ্যাকাউন্ট বাদ দিয়ে যখন নতুন অ্যাডসেন্স অ্যাকাউন্ট দ্বারা পরিবর্তন করবেন। তারপর থেকে আপনি যত অর্থই উপার্জন করেন সব অর্থ আপনার নতুন অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে।

কিভাবে পরিবর্তন করবেন?

আপনার ইউটিউব চ্যানেলটি যদি ইতিমধ্যে নগদীকরণ হয়ে থাকে তাহলে আপনি আপনার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটি পরিবর্তন করতে সক্ষম হবেন আপনার ইউটিউব চ্যানেলটির নগদীকরণ অব্যাহত রাখতে একটি সচ্ছল গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করা থাকা নিত্য প্রয়োজন

  • আপনার ইউটিউব চ্যানেলটি লগইন করে চ্যানেলটির ড্যাশবোর্ডে চলে আসবেন।

  • ইউটিউব ষ্টুডিওর বাম পাশে থাকা আর্ন অপশনটিকে সিলেক্ট করুন।

  • ইউটিউব পার্টনার প্রোগ্রামের অধীনে থাকা আপনার ইউটিউব চ্যানেলের সাথে লিংক করা পুরোনো গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটিকে দেখতে পাবেন সেখান থেকে চেঞ্জ অপশনটিতে ক্লিক করবেন/ তারপরে Proceed এ ক্লিক করবেন।

  • তারপরে অটোমেটিক্যালি সাইন ইন পেজে নিয়ে আসবে সেখান থেকে আপনার রেডি করা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টেটিকে লগইন করে ফেলুন/ কন্টিনিউ তে ক্লিক করুন।

  • Your existing google publisher account এ থাকা ডিটেইলস গুলি একটু ভাল করে চেক করে Accept association এ ক্লিক করবেন/ তারপর Submit করে দিবেন এন্ড লাস্ট রিডাইরেক্ট এ ক্লিক করবেন।

▼ ▽____________________ Join us : ▶️ YouTubeFacebookInstagramTwitter 📧 e-Mail 🌐 Website
____________________
Live Chat

Read More

Most Read
Latest
Popular
Scroll to Top